ড. ইউনূসের মন্তব্য: শেখ হাসিনাকে ফেরত চাওয়ার প্রয়োজন নেই
- By Jamini Roy --
- 30 October, 2024
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার আগে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাওয়ার প্রয়োজন নেই। যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
ড. ইউনূস বলেন, বর্তমান সরকার কূটনৈতিক উত্তেজনা এড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন।
তিনি আরও জানান, আওয়ামী লীগের বিরুদ্ধে গণতান্ত্রিক ব্যবস্থায় ফ্যাসিবাদী দলের অস্তিত্ব থাকা উচিত নয়। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ১৫ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকার জন্য নির্বাচনে কারচুপি ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগের সম্মুখীন।
ড. ইউনূস উল্লেখ করেন, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ৪৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তিনি বলেন, রায় ঘোষণার পর ভারত সরকারের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।
এছাড়া, তিনি জানান, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠলেও সরকার তার ভাগ্য নির্ধারণ করবে না। নির্বাচনের প্রস্তুতি শেষে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে বলে জানান তিনি।
শেখ হাসিনার বিরুদ্ধে সহিংসতার অভিযোগের বিষয়ে ড. ইউনূস বলেন, হিন্দুদের বিরুদ্ধে কিছু ঘটনা ঘটেছে, তবে এটি ধর্মের ভিত্তিতে নয়, বরং রাজনৈতিক পরিচয়ের কারণে হয়েছে।
তিনি বলেন, “আমরা প্রতিবেশী। আমাদের মধ্যে অবশ্যই সবচেয়ে ভালো সম্পর্ক থাকতে হবে।”